শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

কেন আমরা ইবলিশের সাথে পারি না?


আমরা প্রায়ই বলে থাকি, আমরা তো মানুষ, আমরা দুর্বল প্রাণী, আমাদের শক্তি অনেক কম। তাই আমরা ইবলিশের সাথে পেরে উঠি না। ইবলিশ আমাদেরকে পরাস্ত করে ফেলে।

কিন্তু কেন আমরা ইবলিশের সাথে পারি না তা কি জানেন? আমরা ইবলিশকে ঠেকাতে যাই নিজের স্বার্থে, তাই পারি না। আল্লাহর জন্য ইবলিশকে ঠেকাই না। এখানে একটা ঘটনা উল্লেখ করা যাক, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে।

মোবারক বিন ফুজালা হাসান বাসরী (র) বর্ণনা করেন, একদা মানুষজন একটি গাছের পূজা করতো। এক লোক আল্লাহর সন্তুষ্টির জন্য সেটি কাটার উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে শয়তান মানুষের বেশ ধরে উপস্থিত হয়ে তাকে বললো, 'তুমি কোথায় যাচ্ছো?'

সে বললো, 'মানুষ এই গাছের পূজা করে। আমি সেটি কাটতে যাচ্ছি।' শয়তান বললো, 'তুমি যেহেতু পূজা করো না, তখন অন্য কেউ করলে তোমার সমস্যা কি?'

সে বললো, 'এত কৈফিয়ত দিতে পারবো না। আমি এটি কাটবই।' শয়তান বললো, 'গাছটি কাটার পরে কি তোমার কোনো লাভ হবে? যদি তুমি এটি না কাটো তাহলে প্রতিদিন সকালে তোমার বিছানায় তুমি দুই দিনার করে পাবে।'

সে বললো, 'এটি দেওয়ার দায়িত্ব কে নেবে?'
শয়তান বললো, 'আমি এর দায়িত্ব নেবো।'

লোকটি চলে গেলো, পরদিন সকালে সে দুই দিনার তার বিছানায় পেলো। তারপরের দিন সে আর কোনো দিনার পেলো না। তাই সে রাগে গজগজ করতে করতে আবার গাছটি কাটার জন্য রওনা হলো।

পথিমধ্যে শয়তান নিজ আকৃতিতে উপস্থিত হলো। সে বললো, 'তুমি কোথায় যাচ্ছো?' লোকটি বললো, 'ঐ গাছটির পূজা করে। আমি সেটি কাটতে যাচ্ছি।' শয়তান বললো, 'তুমি মিথ্যা বলছো, এটি করার ক্ষমতা তোমার নেই।'

লোকটি কাটার জন্য উদ্যত হলেই শয়তান তাকে ধরে মাটিতে আছাড় মারলো। তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার উপক্রম হলো। শয়তান তাকে বললো, 'তুমি জানো, আমি কে? আমি হলাম শয়তান।'

প্রথম দিন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছিলে। তোমার উপর আমার কোনো ক্ষমতা ছিলো না। আমি তোমায় দুই দিনারের লোভ দেখিয়ে ধোঁকা দিলাম। তুমি কাজটি না করেই চলে গেলে। যখন তুমি দিনার না পেয়ে রাগ করে কাজটি করতে এলে, এখন আমি তোমার উপর বিজয়ী হয়ে গেলাম।

- ঘটনাটি মাকায়িদুশ শাইতান গ্রন্থে বর্ণিত আছে।

এতে প্রতিয়মান হয়ে যে, আমরা যতক্ষণ আল্লাহর জন্য আল্লাহর পথে থাকবো, ততক্ষণ ইবলিশ আমাদের উপর বিজয়ী হবে না। যখন সেখানে আমাদের নিজেদের কোনো স্বার্থ এসে যাবে, তখনই আমরা ইবলিশের কাছে পরাজিত হবো।

Share:

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

সর্বাধিক পঠিত

নির্বাচিত পোস্ট

এক অভাগিনীর গল্প শুনি

মা-বাবার প্রথম সন্তান হয়ে দুনিয়ায় আসা শ্যাম বর্ণের মেয়েটির শৈশব, কৈশোর কাটে নানা গঞ্জনায়। যৌবনে পা দিতে দিতেই দেশে যুদ্ধ বেধে যায়। সে এ...

সংগ্রহশালা

আমাকে লিখুন

নাম

ইমেল *

বার্তা *