শুক্রবার, ১২ জুন, ২০২০

নিজ খরচে তুরস্কে ব্যাচেলর করার আদ্যোপান্ত


প্রতিদিন অনেকেই জানতে চান তুরস্কে যদি আমি স্কলারশিপ না পাই, আর আমি যদি নিজ খরচ পড়তে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি কি পারবো নিজ খরচে পড়তে, কত খরচ হবে আমার? রেজাল্ট কেমন লাগবে ইত্যাদি। আপনাদের করা সব প্রশ্নগুলো নিয়ে সাজানো এই পোস্ট, নিজ খরচে তুরস্কে পড়তে চাইলে এই পোস্টটি আপনার জন্য।

-তুরস্কের পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স লেভেলে বুরসলারি/দিয়ানাত মাধ্যম ছাড়া আবেদন করা যায়?

- হ্যাঁ, যায় ।

-ভর্তি পরীক্ষা দেয়া লাগে?

-ভর্তি পরীক্ষা ছাড়া কিছু ইউনিভার্সিটিতে আবেদন করা সম্ভব। বিদেশিদের জন্য ভর্তি পরীক্ষাকে YÖS বলে। বাংলাদেশে সুলেইমান দেমিরেল ইউনিভার্সিটি ও ইস্তানবুল ইউনিভার্সিটির YÖS পরীক্ষার সেন্টার আছে। Yös পরীক্ষার রেজাল্ট দিয়ে তুরস্কের অর্ধশতাধিক ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন। 

এই পরীক্ষার রেজাল্ট আপনাকে চান্স ও ভালো সাবজেক্ট পেতে সহায়তা করবে। এমনকি ভিসা পেতেও সহায়তা করবে। তবে এ বছর করোনার জন্য বাংলাদেশে পরীক্ষা হবে না। সেক্ষেত্রে এইচএসসির রেজাল্ট দিয়ে আবেদনের সুযোগ দিচ্ছে। অলরেডি আবেদন শুরু হয়েছে। আপনি তুরস্কের ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট ভিজিট করলেই বিস্তারিত তথ্য পাবেন।

-রেজাল্ট কত হলে আবেদন করতে পারব?
-এইচ এস সি তে GPA-3.50 হলে আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটি ভেদে তারতম্য হয়। চান্স পেতে হলে অবশ্যই ভাল রেজাল্ট থাকতে হবে।

-কোন মিডিয়ামে পড়াশোনা করতে হবে?
-অধিকাংশ ইউনিভার্সিটিই তুর্কিশ মিডিয়াম। কিছু ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামেও সুযোগ আছে। 

-কোন বিষয়ে আবেদন করতে পারব?
-মানবিক, বিজ্ঞান,মেডিকেলে, ব্যবসা, থিওলজিসহ সকল বিষয়ে আবেদন করতে পারবেন।

-কত মাসে সেমিস্টার?
-চার মাস করে প্রতি বছর অটাম ও স্প্রিং দুটি সেমিস্টার হয়ে থাকে।

-IELTS/TOEFL/SAT গ্রহণ করে কি?
-হ্যাঁ, গ্রহণ করে।

-তুর্কিশ ল্যাংগুয়েজ কোর্স কত মাস ?
-এক বছর।

-তুরস্কের সার্টিফিকেট বাংলাদেশের মার্কেটে চলে?
-হ্যাঁ। ইউজিসি থেকে সমমান করিয়ে আপনি বি সি এস, নিবন্ধনসহ সকল চাকরির মার্কেটে চালাতে পারবেন। 

-তুরস্কের সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে চাকরি পাব?
-পাবেন। অস্বাভাবিক যোগ্যতা থাকতে হবে নয়তোবা মামু খালু গদিতে থাকতে হবে।😁

-তুরস্ক থেকে ইউরোপে যাওয়া যায়?
-চারটি পথে যাওয়া যায়।
১) আকাশ পথ 
২) সড়ক পথ
৩) বৈধ পথ
৪)অবৈধ পথ।😜 

প্রথম দুটি তো বুঝে ফেলছেন। চতুর্থটি সম্পর্কে ইস্তানবুলে অনেক দালাল পাবেন, পুলিশি ডান্ডার রিস্ক নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এ ব্যাপারে এর বেশী কিছু জানি না। ইনবক্সে দালালের নাম্বার না চাওয়ার অনুরোধ রইলো 😜। তৃতীয় বিষয়টি হচ্ছে বৈধ পথে তথা ইরাসমুস এক্সচেঞ্জ প্রগ্রামের মাধ্যমে এক বছরের জন্য ইউরোপের একটি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করার সুযোগ পাবেন।

তাছাড়া মেভলানা এক্সচেঞ্জ প্রগ্রামের মাধ্যমে ইউরোপের বাহিরে অন্য একটি দেশে আরো একটি সেমিস্টার অধ্যয়ন করার সুযোগ আছে।

-টিউশন ফি কত?
-ইউনিভার্সিটি ও ফ্যাকাল্টি ভেদে টিউশন ফি কম বেশী হয়। ছোট শহরের ইউনিভার্সিটিগুলোতে সেমিস্টার ফি ৩০০০লিরা (১১০০০টাকা) থেকে ২৫০০লিরা (১০০০০০) পর্যন্ত হয়ে থাকে।  ইস্তানবুল, আংকারা,  ইজমির এর মত বড় শহরের ইউনিভার্সিটির টিউশন ফি ৫০০০ লিরা থেকে ২০০০০ লিরা পর্যন্ত হয়ে থাকে। বিস্তারিত ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিভাগে দেয়া থাকে।

-থাকা খাওয়ার খরচ কেমন?
-সরকারী বা বেসরকারী হলের খরচ ৩০০০ লিরা থেকে ৭০০০লিরা পর্যন্ত। তুরস্কে সরকারি ও প্রাইভেট দুই ধরনের ডরিমেটরি আছে । সরকারীতে বিদেশী স্টুডেন্টদের চান্স পেতে এক বছরের রেজাল্ট দরকার হয়। কয়েকজন মিলে ফ্লাট নিয়ে থাকলে জন প্রতি ২-৩ হাজার লিরা থাকা খাওয়া কমপ্লিট করা সম্ভব। শহর ভেদে কম বেশী হবে । 

-ল্যাংগুয়েজ কোর্স ফি কত?
-ছোট শহরের কোর্সগুলোতে ৩০০০ লিরা থেকে শুরু হয়, কম বেশী আছে। 

-হেল্থ ইনস্যুরেনস কত টাকা?
-১০০০লিরা থেকে উপরে।

-বিমান ভাড়া কত?
-পঞ্চাশ হাজার থেকে আশি হাজার পর্যন্ত।

-রেসিডেন্ট কার্ড করতে কত টাকা লাগে?
-৩০০ লিরা(১৮৭৫টাকা)

-এমব্যাসি ও মেডিকেল ফি কত?
-২৮ হাজার টাকা।

-কাগজপত্র অনুবাদ করতে কত টাকা লাগে?
-১৫০০ থেকে ২০০০ টাকা ।

-ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু?
-কনসালটেন্সি গুলো এমব্যাসির সাথে সুসম্পর্ক করে ভিসার গ্যারান্টি দেয়😜। তবে আপনার কাগজপত্র সব ঠিক থাকলে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। ঢাকায় এ বছর নতুন এমব্যাসেডর আসছে। আশা করি কোয়ালিফাইড কারোর ভিসা রিজেক্ট না হোক! রিজেক্ট করলে কারণ ব্যাখ্যা করুক!

-ভিসা না হলে ২২ হাজার টাকা লস?
-জ্বী। পৃথিবীর কোনো এমব্যাসিই ভিসা ফি ফেরত দেয় না।

-স্কলারশিপ ব্যতীত, এমব্যাসির সাথে সুসম্পর্ক কিংবা কনসালটেন্সি ছাড়া কেউ প্রাইভেটভাবে নিজে নিজে আবেদন করে তুরস্কে গেছে?
- হ্যাঁ। সংখ্যাটা কম হলেও এসেছে।

-অনার্স করার পাশাপাশি কাজ করা যাবে?
- বড় শহরে লুকিয়ে কাজ করতে পারলেও একাডেমিক রেজাল্ট ভাল করাটা কঠিন। তুরস্কে ভাল রেজাল্ট করতে পড়াশোনা করতে হয় 😊। কাজ পাওয়াটাও কঠিন, তুর্কিশ অনেক বেকার আছে।

-বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির খরচে তুরস্কে পাবলিকে পড়াশোনা করা সম্ভব?
-হ্যাঁ। ইউরোপের লাইফ স্টাইলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্কের ছোট একটি শহরের ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে কম খরচে অনার্স শেষ করা সম্ভব। 

-কিছু কিছু ইউনিভার্সিটির ওয়েব সাইটে তুর্কিশ ভাষা আসে , আবেদন করব কিভাবে?
-অধিকাংশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিভাগে ইংলিশ আছে। না থাকলে নিজের মোবাইল বা কম্পিউটারের অটো ইংলিশ ট্রানসলেট অপশন ব্যবহার করে আবেদন করবেন । না পারলে গুগল ট্রানসলেট। তাও না পারলে শুধুমাত্র এই ব্যাপারে আমাদেরকে ইনবক্স করতে পারবেন। 

-আবেদন করতে পাসপোর্ট লাগে?
-না। থাকলে ভাল। 

-আবেদন করতে কি কি লাগে?
-ফটো, আইডি/জন্ম সনদ, এস এস সি ও এইচ এস সি এর সার্টিফিকেট ও মার্কশিট (তুর্কিশে অনুবাদ থাকলে ভাল),  ইমেইল, মোবাইল নাম্বার ও ঠিকানা।

-গ্রীষ্মের তিন মাস ছুটিতে কাজ করে সে উপার্জন দিয়ে বাকি সেমিস্টার পার করা যায়?
-হ্যাঁ। চোখ কান খোলা রেখে মিতব্যয়ী হলে সম্ভব।

-প্রাইভেট স্কলারশিপ পাওয়া সম্ভব?
-হ্যাঁ। কতিপয় সরকারি বেসরকারি সংস্থা বিদেশি স্টুডেন্টদের স্টাইপেন্ড দিয়ে সহায়তা করে থাকে। সেক্ষেত্রে চোখ কান খোলা রাখলে এবং রেজাল্ট ভাল করলে আসার পরবর্তী বছর থেকে নিজেই দুয়েকটা স্কলারশিপ ম্যানেজ করে নিতে পারবেন।

-তুরস্কে ধার্মিক মেয়েরা নিরাপত্তার সাথে পড়াশোনা করতে পারে?
-হ্যাঁ। সর্বোচ্চ নিরাপত্তার সাথে যেমন ধর্ম পালন করতে পারবে ঠিক তদ্রূপ ধর্ম পালন না করারও সর্বোচ্চ স্বাধীনতা আছে।

-আপনি কি করেন, কিভাবে চলেন, ভবিষ্যতে কি করবেন?
-এগুলো ব্যক্তিগত প্রশ্ন। আপনার জানার দরকার আছে বলে মনে হয় না। 

নিজ খরচে পড়াশোনার ব্যাপারে আরও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, পোস্ট আপডেট করে দিব।

লিখেছেন: আব্দুল্লাহ আল মাহমুদ
সুলেইমান দেমিরেল ইউনিভার্সিটি।
১২ জুন ২০২০

নোট: নিজ খরচে তুরস্কে পড়াশোনা নিয়ে এর চেয়ে বেশি কিছু আমি জানি না। সুতরাং আমার কাছে এর চেয়ে বেশি জানতে চেয়ে উপকৃত হবেন না। তবে হ্যাঁ, আমি তুরস্কে স্কলারশিপ নিয়ে পড়াশোনা নিয়ে বিস্তারিত জানি। আর স্কলারশিপ নিয়ে পড়াশোনা নিয়ে আমার নিচের লেখাটি পড়তে পারেন।

Share:

৩টি মন্তব্য:

সর্বাধিক পঠিত

নির্বাচিত পোস্ট

এক অভাগিনীর গল্প শুনি

মা-বাবার প্রথম সন্তান হয়ে দুনিয়ায় আসা শ্যাম বর্ণের মেয়েটির শৈশব, কৈশোর কাটে নানা গঞ্জনায়। যৌবনে পা দিতে দিতেই দেশে যুদ্ধ বেধে যায়। সে এ...

সংগ্রহশালা

আমাকে লিখুন

নাম

ইমেল *

বার্তা *